মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ফতুল্লা থানার ৪ পুলিশ অফিসার

প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩  

জেলা প্রতিনিধি।

সকল ক্যাটাগরিতে নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার ও ওসি সহ ৪ জন পুরস্কার পেয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দক্ষতার সহিত মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করতে পারায় ৪ জন অফিসার জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন৷

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) ও শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই’র সম্মাননা প্রদান করা হয়। পরে সবাইকে আলাদা ভাবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

এদিক নারায়নগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার(এ,এস,পি) নাজমুল হাসান (ক সার্কেল) সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা কাজে সফলতায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু, শ্রেষ্ঠ উপ পরিদর্শক ( এসআই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার হুমায়ুন কবির-২ ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ওবায়েদুর ইসলাম পিপলু।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পি,পি,এম) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।