মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত : আইজিপি

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩  

জেলা প্রতিনিধি।বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে। সে চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা সামর্থ্য আমাদের রয়েছে। সেটা দিয়েই যেকোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করি।’

আ্জ সোমবার (১৩ফেব্রুয়ারি)বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দল যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তবে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ করে, আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।