বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ১১ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ বন্দর উপজেলায় মোহাম্মদ লিমন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিমন সোনারগাঁও উপজেলার নবীনগর এলাকার মোতালেব মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেটের একটি প্রিন্টিং কারখানার কর্মচারী।

নিহতের পরিবারের বরাত দিয়ে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমানসোনারবাংলা৭১.কমকে জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে সোনারগাঁ এর বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় লিমন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার কল্যান্দী এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।