ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৭ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান
প্রকাশিতঃ ১০ মার্চ, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীসহ ছয় সদস্য প্রার্থীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের বিরুদ্ধে দেয়ালে পোষ্টার সাটানো ও মিছিল করার অপরাধে ভ্রাম্যমান আদালত এদের জরিমানা করেন। এরা হলেন তেজখালী ই্উনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে ৫ হাজার টাকা ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অহিদ মিয়াকে ৩ হাজার টাকা, সোনারামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদন মিয়াকে ২ হাজার টাকা, দরিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাব্বির আহম্মেদ ছবিকে ৩ হাজার টাকা, ৬নং ওয়ার্ডের আলাউদ্দিন ভূঁইয়াকে ২ হাজার টাকা, রূপসদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ মালেককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।