মির্জাপুরে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিতঃ ০৭ মার্চ, ২০১৬
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে রুবেল ভূইয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুবেল এ উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের মো. ইমান আলী ভূইয়ার ছেলে।
রুবেল ইলেকট্রিয়ানের কাজ করত বলে জানা গেছে।
রুবেল ছোট বেলা থেকে নানা বাড়ি চান্দুলিয়া গ্রামের মো. সোনা খানের বাড়িতে থাকতেন। প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে সে নিজ রুমে ঘুমাতে যান। সকালে তার রুমের বাইরে থেকে ছিকট আটকানো দেখে খোঁজাখুঁজি করলে চান্দুলিয়া খেলার মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে রুবেলের মৃত্যুর কারণ জানা যাবে।