বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে অপহৃত প্রবাসী কুমিল্লায় উদ্ধার

প্রকাশিতঃ ০৪ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ কুমিল্লাhfhff_119002 ঢাকায় অপহৃত হবিগঞ্জের এক প্রবাসীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে লিবিয়া প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে(২৭) উদ্ধার করা হয়।
মাহিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পান্ডারাই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ সময় অপহরণের অভিযোগে দীপমান গ্রামের সাদেক মেম্বারের ছেলে মোতালেব হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, লিবিয়া প্রবাসী মাহিনকে ঢাকার পুরানা পল্টন থেকে ১৫ দিন আগে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে মাহিনের ভাই বাহার উদ্দিন র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে মাহিনকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোতালেব হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।