বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া আসামির চাপাতির কোপে এসআই আহত

প্রকাশিতঃ ০২ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় আসামির চাপাতির কোপে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আহত হয়েছেন।মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।চাপাতির কোপে পুলিশ কর্মকর্তা আবুল কালামের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। তিনি বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, থানার তালিকাভুক্ত মোটরসাইকেল চোর পাইক্কা শাহীনকে(২৬) ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির হলে।এরই এক পর্যায়ে তিনি চাপাতি দিয়ে কোপ দেয়। এতে (এসআই) আবুল কালামের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়।
পরে, আসামি শাহীনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিতসোনারবাংলা৭১.কমকে জানান, আহত (এসআই) আবুল কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।