কুমিল্লায় ২ শিশু হত্যায় সৎভাই গ্রেপ্তার
প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬
শারমীন আক্তারঃ>জেলা সদরে দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি মো. সফিউল ইসলাম ওরফে ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি।
সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে সফিউলকে গ্রেপ্তার কর হয়। রাতেই তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারকত ছোটন তারই (আবুল কালামের) প্রথম স্ত্রীর ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর ছাত্র। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে রাতে রাজধানীর মালিবাগ থেকে সফিউল আলম ছোটনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সফিউল।
এ ঘটনায় গত রোববার মা রেখা বেগম বাদী হয়ে শিশুদের সৎভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ রসুলপুর এলাকায় ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধ করে খুন করে সৎভাই সফিউল ইসলাম ছোটন।