বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ২ শিশু হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ Comilla21456808172-696x435 কুমিল্লার ঢুলীপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎভাই মো. আল সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ থেকে ছোটনকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন হত্যার দায় স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই ছোটনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।