মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বিষাক্ত ‘মদপানে তিনজনের মৃত্যু

প্রকাশিতঃ ২৯ অক্টোবর, ২০২০  

অপরাধ প্রতিবেদক: কুষ্টিয়ায় বিষাক্ত ‘মদ পান করে অনিক বিশ্বাস(২১), রিপন কুমার ঘোষ (৩২) ও নিতাই বিশ্বাস (৩৫)নামে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন,সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস,খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় নিতাই বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার ভোর ৪টার দিকে অসুস্থ অবস্থায় অনিক বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলা থেকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনই সকাল ৬টার মধ্যে মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৪টার মধ্যে ওই তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।