১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী
প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী কাওসার হোসেন। গতকাল বিকালে নারায়ণগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আব্দুল হক এর সত্যতা স্বীকার করেন। কাউসারের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে আব্দুল হক জানান, গত শুক্রবার রাতে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউসার ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে শাশুড়ির মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্ত্রী শারমিন আক্তার লাভলী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে অচেতন শাশুড়ি রাশিদা আক্তারকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গতকাল সকালে লাভলীর ছোট ভাই এমদাদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আব্দুল হক জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ঘাতক কাউসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।