বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে চালকের গলাকেটে অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

প্রকাশিতঃ ১০ জুন, ২০২০  

জেলা প্রতিনিধি: ফরিদপুরে অটো চালকের গলা কেটে অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনীতে২ ছিনতাইকারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুুুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার বেরিবাদ এলাকা থেকে এক অটোচালকের গলা কেটে অটো ছিনতাই করে ওই তিন ছিনতাইকারী।

এরপর অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুরের ওমেদিয়া বটতলায় আসলে সাধারণ জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। সেখান থেকে তিন ছিনতাইকারীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এর ভিতর আহত দুই ছিনতাইকারী ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশকে (৩৮) মৃত বলে ঘোষণা করেন। অটো চালক কাওছার(১৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুরের ওমেদিয়া বটতলা থেকে তিন ছিনতাইকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর ভিতর দুজন মারা যায়। বাকি অটো চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।