বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন ঘাতক স্বামী পলাতক

প্রকাশিতঃ ১৬ অক্টোবর, ২০১৯  

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে জুয়েনা আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বিছানায় কম্বল দিয়ে মুড়িয়ে রেখে পালিয়ে গেছে স্বামী সুমন (২১)।

মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সুমনের ঘরে এঘটনা ঘটে। নিহত জুয়েনা কাশোরারচর গ্রামের অলি নেওয়াজের মেয়ে। হত্যাকারী স্বামী সুমন পার্শ্ববর্তী চংশোলাকিয়া এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত বছর অটোরিকশাচালক সুমনের সাথে জুয়েনার পারিবারিকভাবে বিয়ে হয়। এরই মাঝে জুয়েনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভাব-অনটনের সংসারে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী সুমনকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।