মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা,

প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর, ২০১৯  

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে জয়নব বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তার ছেলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। জয়নব বিবি ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে নিজের ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন জয়নব । এ সময় ৪-৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী দল বাসার দেয়াল টপকে বাসায় ঢোকে। পরে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা জয়নবকে কুপিয়ে হত্যা করে। তখন তার ছেলে দেলোয়ার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার ওপরও চড়াও হয়। আশংকাজনক অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রতার জের ধরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।