বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সেপটিক ট্যাংক পরিষ্কারে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিতঃ ০১ জুন, ২০১৯  

জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাক্ষনদী গ্রামে নিজেদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার ও তার স্ত্রী চায়না বেগমের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই এলাকার রাশেদ হাওলাদারের ছেলে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ও স্থানীয়রা জানান, উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাক্ষনদী গ্রামে নিজেদের সেপটিক ট্যাংকটি সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার প্রথমে পরিষ্কার করতে নামে। এরপর তার কোনো খোঁজ না পেয়ে স্ত্রী চায়না বেগম সেপটিক ট্যাংকের ভেতর নামেন।

পরে স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১০ দিন আগে সৌদি আরব থেকে ঈদ করতে বাড়িতে আসেন মিরাজ হাওলাদার। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে বলে জানান সদরপুর থানার ওসি।