বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৬

প্রকাশিতঃ ২৮ এপ্রিল, ২০১৯  

জেলা প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন সম্পর্কে মা-ছেলে। আজ রবিবার (২৮শে এপ্রিল)সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কচুয়া উপজেলার পিপলকরাম গ্রামের মৃত লালমোহন মজুমদারের ছেলে রঞ্জিত চন্দ্র মজুমদার (৫২), আশ্রাফপুর গ্রামের প্রবাসী হাছানের স্ত্রী জান্নাতুল ফেরদাউস মনি(৩০) ও তার ছেলে রুমান (৮), উত্তর চক্রা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম (৭৫), জগতপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাহাজান(৪৫) এবং শাহরাস্তি উপজেলার সাহাপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আবুল কালাম (৬৫)। 

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় করতোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ পাঁচ যাত্রী নিহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

তিনি আরোও জানান, ঘাতক বাসটিকে (ঢাকা মেট্টো- ব ১৪-০৫১১) আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের লিখিত আবেদনের ভিক্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। এরই মধ্যে বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন,  হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ৩০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক।