হবিগঞ্জে ৪ শিশু খুন: গ্রেপ্তার ২
প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর মাটিচাপা লাশ
হবিগঞ্জে ৪ শিশু খুন ‘গাছ কাটার বিরোধে’এরা হলেন বাহুবলের সুন্দ্রাটেকি গ্রামের আব্দুল আলী ও জুয়েল।
বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন।
নিহত শিশুরা হলো স্থানীয় আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
মনির সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র।
গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় এই চার শিশু। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে রাতে উপজেলার সব এলাকায় মাইকিং করেন স্বজনরা।
শনিবার দুপুরে শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার সকালে ওই গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা দেওয়া লাশ পাওয়া যায়।
চার শিশুর খুনের পেছনে গাছ কাটার বিরোধ বলে মনে করছেন নিহতের স্বজনরা।
মনিরের বাবা আবদাল মিয়া তালুকদার সোনারবাংলা৭১.কমকে বলেন, মাসখানেক আগে গাছ কাটা নিয়ে একই গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে তাদের বিরোধ ও সংঘর্ষ হয়।
এর জেরে আব্দুল হাই ও তার পক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ বলেন, চার শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।