বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

না.গঞ্জে মাদকের চালানসহ আটক ১

প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে ফেনসিডিল পৌঁছে দেওয়ার সময় মাদক ব্যবসায়ী মো. নাজমুল হোসেন ওরফে সবুজকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহরের চাষাঢ়া এলাকায় লিংক রোডে চেকপোস্ট ১১৫ বোতল ফেনসিডিলসহ সবুজকে গ্রেফতার করা হয়।
মো. নাজমুল হোসেন ওরফে সবুজ (৩২) ফতুল্লার কাইউমপুর আল আমিনের বাড়ির ভাড়াটিয়া মৃত মোশারফ হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানার ডাইকসার এলাকায়।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল সোনারবাংলা৭১.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাশ কালারের প্রাইভেটকারে করে (ঢাকা মেট্রো গ-১৪-০৩৪৩) শহরের বিভিন্ন স্পটে ফেনসিডিল সরবরাহ করার বিষয়টি জানতে পান।
পরে শহরের চাষাঢ়া এলাকায় স্টিল টেক দোকানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চেকপোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি আসাদুজ্জামান।