বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ পবিত্র মাহে রমজান শুরু

প্রকাশিতঃ ২৮ মে, ২০১৭  

ডেস্ক রিপোর্ট : আজ রোববার থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র মাহে রমজান। শুক্রবার বাংলাদেশের কোথাও ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। তাই পবিত্র রমজান শুরু হচ্ছে আজ। এর আগে গতকাল শনিবার দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহেরি খেয়ে বাংলাদেশের মানুষ আজ রোজা রাখছেন। আগের দিন শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় নেয় সিদ্ধান্তের ফলে আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বসেছিল চাঁদ দেখা কমিটির সভা। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।