বিশ্বের ভয়ঙ্কর ১০ রেলপথ!
প্রকাশিতঃ ১৪ মে, ২০১৭
অনলাইন ডেস্ক:কোথাও বেড়াতে বা কাজে গেলে আমরা ট্রেনকেই বেশি বেছে নিতে চাই। কারণ ট্রেন ভ্রমণ সবথেকে নিরাপদ বলেই আমরা জানি। কিন্তু বিশ্বে কিছু রেলপথ রয়েছে যা খুবই বিপদজনক। বিশ্বের এমন কিছু রেলপথ রয়েছে যেখানে যাত্রা করলে গা শিউড়ে উঠবে। এসব রেলপথে ট্রেনগুলো খুব ধীর গতিতে অতিক্রম করে। তেমনি ১০টি ভয়ঙ্কর রেলপথের তথ্য ও ভিডিও তুলে ধরা হল-
১. কুরান্দা সিনিক রেলওয়ে, কেইরনস, অষ্ট্রেলিয়া
২. চিকুরুটিং ব্রিজ, ইস্টবাউন্ড প্যারাহিয়াগান
৩. সাউথ আফ্রিকান স্টীম রেল লাইন
৪. কুমব্রেস এবং টলটেক সিনিক রেলপথ, নিউ মেক্সিকো
৫.ট্রেন এ লাস নুবেস, আর্জেন্টিনা
৬. হোয়াইট পাশ এন্ড ইউকন রুট, আলাস্কা
৭. চেন্নাই, রামেশ্বরাম রুট, ভারত
৮. জর্জ টাউন লুপ রেইলরোড, কলরাডো
৯. আসো মিনামি রুট, জাপান
১০. দ্য ডেথ রেলওয়ে, থাইল্যান্ড