ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ ১২ মে, ২০১৭
জেলা প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে দুলালমুন্দিয়া বাজারে ওহিদুল ইসলাম (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একই দলের অস্ত্রধারীরা। এ সময় ইউপি মেম্বার ইসমাইল হোসেনসহ তিনজন গুরুতর জখম হয়েছে।
বৃহস্পতিবার রাতে দুলালমুন্দিয়া বাজারে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম চেয়ারম্যান ইসমাইল হোসেন অপুর বডিগার্ড ও উপজেলার খামারমুন্দিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। চেয়ারম্যান সাহেব বিষয়টি মিমাংসা করার জন্য দুই পক্ষকে ডেকে দুলালমুন্দিয়া বাজারে তার অফিসে বসেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ওহিদুল গুরুতর জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।