ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২ আটক ৪
প্রকাশিতঃ ০৭ মে, ২০১৭
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার গভীর রাত থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বজরাপুর গ্রামের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার (০৭মে)ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটি। পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মঘাতী এক জঙ্গিসহ দুজন নিহত হন।