সিল্কি ব্লেজারে কোহেল কার্দাশিয়ানের চমক!
প্রকাশিতঃ ২২ এপ্রিল, ২০১৭
বিনোদন ডেস্ক: রিয়েলিটি তারকা ও মডেল কোহেল কার্দাশিয়ান গত বুধবার ‘গুড আমেরিকান’ জিনস লাইন প্রমোট করার জন্য ইন্সটাগ্রামে নিজের একটি টপলেস ছবি আপলোড করেন।
এবং তার একদিন পরেই তিনি কালো রঙের সিল্ক কাপড়ের ব্লেজারের মত একটি মিনি ড্রেস পড়ে আলোচনায় আসেন। লস অ্যাঞ্জেলসে একটি ফটোশুটে যাচ্ছিলেন তখন কোহেল।
৩২ বছর বয়সী এই সুদর্শনা বেল্টেড ফ্রকে তার চিকন কোমর প্রদর্শন করেন তিনি। শার্টের বোতামগুলোও বেশ স্পষ্টভাবে প্রকাশ হচ্ছিলো তখন।