মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ইস্কফ ও হুইস্কি উদ্ধার

প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ইস্কফ ও ১৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে দুই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় স্থানীয় বর্ডার আউটপোস্টের (বিওপি) জুনিয়র কর্মকর্তা মো. আব্দুল হামিদের নেতৃত্বে বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।অপরদিকে কসবা উপজেলার গোসাইস্থল সীমান্ত এলাকায় গোসাইস্থল সীমান্ত ফাঁড়ির আরেকটি দল অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে।