মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানান।
নিহত রতন মিয়া (৩৫) উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
রতনকে ডাকাত বললেও, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না সে বিষয়ে কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।
ওসি আলী আরশাদ সোনারবাংলা৭১.কমকে বলেন, রাতে বড্ডাপাড়া এলাকায় ‘ডাকাতির প্রস্তুতির’ খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখান অবস্থান নেন।
“ডাকাত দলের সদস্যরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে রতন মিয়ার লাশ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলেসোনারবাংলা৭১.কমকে জানান ওসি।
তার ভাষ্য, বন্দুকযুদ্ধের এ ঘটনায় তিনি নিজে এবং সরাইল থানার এসআই আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন।
তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি।