ফেনীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ ফেনীতে ট্রেনে কাটা পড়ে জগদীশ দেবনাথ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফেনী সহদেবপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি শহরের উত্তর শহদেবপুর এলাকায়।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাহ উদ্দিন সোনারবাংলা৭১.কমকে জানান, স্বরস্বতী পূজা মণ্ডপে যাওয়ার সময় হাত ছেড়ে দৌড় দেয় তার ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়েন জগদীশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।