কসবায় হোন্ডাসহ মাদক উদ্ধার গ্রেফতার ২
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিজিবি’র চন্ডিদ্বার ক্যাম্পের জোয়ানরা অভিযান চালিয়ে একটি পালসার হোন্ডাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় ২ চোরাচালানীকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ী গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৫) ও নোয়াগাঁও গ্রামের আজিজুল হকের ছেলে খোকন মিয়া (২৬)। কসবা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চন্ডিদ্বার বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মধুপুর গ্রাম থেকে চোরাচালানের সময় ৪ কেজি ভারতীয় জট গাঁজা, ২৩ বোতল ওসি ব্লু হুইস্কি ও তাদের ব্যবহৃত একটি ১৫০সিসি পালসার হোন্ডাসহ দুই চোরা চালানীকে আটক করে। আটককৃত হোন্ডাসহ মাদক দ্রব্যের মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫শত টাকা বলে জানান চন্ডিদ্বার বিওপি ইনচার্জ হাবিদার মো. মোশারফ হোসেন।
আটককৃত মাদকদ্রব্য ও চোরা চালানীদের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কসবা থানায় সোপর্দ করে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।