লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার
প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃলালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের জামির আলী আশ্রম চরে এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষনের অভিযোগে পুলিশ ধর্ষক আব্দুস ছালাম (২৮)কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। আব্দুস ছালাম ওই এলাকার আফজাল হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানায়, বুধবার বিকালে ভোটমারি আফজাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষিতা হাজেরা বানু (১২) নিজ বাড়িতে একা অবস্থান করছিল। এমন সময় ওই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আব্দুছ সালাম তাকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতার মা বাড়িতে আসলে সব ঘটনা শুনে দ্রুত মেয়েকে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় রাতেই কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আব্দুছ সালামকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধর্ষককে আদালতে সোর্পদ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, বুধবার রাতে থানায় অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।