এসআইকে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই
প্রকাশিতঃ ২১ ফেব্রুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামকস্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহত এসআই জাহিদকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডা. আজমল হক বিষয়টি নিশ্চিত করেছেন। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, এসআই জাহিদকে আঘাত করে আসামি পালিয়ে গেছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সাইফুল নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। সাইফুল আদালত থেকে জামিন নিয়ে বাইরে এসে ফের মাদক ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপ-পরিদর্শক(এসআই) জাহিদ হাসান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামকস্থানে মাদকসহ তাকে আটক করে। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার, দুলাল, মনোয়ার, আলমগীরসহ জাহিদের ওপর অতর্কিতভাবে রামদা দিয়ে হামলা চালিয়ে সাইফুলকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই জাহিদের বাম হাত, গলার বাম পাশ ও বাম কানে মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত জাহিদকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রংপুর পাঠানো হয়।