মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গুইমারায় ২ বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারি, ২০১৬  

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত সাতজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে ফেনী থেকে আসা যাত্রীবাহী একটি বাস গুইমারার বাইল্লাছড়ি এলাকা অতিক্রম করার সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি বাসের চালকসহ সাতজন আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গুইমারা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।