মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল!
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০১৭
বিশ্ববিখ্যাত সংগীত তারকা মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর মেয়ে প্যারিস জ্যাকসন। এ খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
একই খবর রোলিং স্টোন সাময়িকীর বরাত দিয়ে আরব আমিরাতের খালিজ টাইমস এ খবর প্রকাশ করেছে।
প্যারিস জ্যাকসনের বয়স এখন ১৮ বছর। এই টিনেজ কন্যা বলেন, ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি ষড়যন্ত্র। তখন আমার বয়স ছিল ১১ বছর। স্কাই নিউজ সহ বিশ্বের নামী গণমাধ্যমগুলো প্যারিসের বক্তব্য থেকে এমন খবর প্রকাশ করেছে।
সেসময় জানা যায়, অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।