কুমিল্লায় কভার্ড ভ্যানের চাপায় নিহত ২
প্রকাশিতঃ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
কুমিল্লার দাউদকান্দিতে কভার্ড ভ্যানের চাপায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত; আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।
সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান।
নিহত কনস্টেবল রোকন উদ্দিন (২৭) ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। আরেকজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুল হক (৫০) ও মো. কাশেমকে (৩৫) কুমিল্লার গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এএসআই হামিদ বলেন, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে কাজ করছিলেন ইলিয়টগঞ্জের হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় একটি কভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যৃ হয়।
এ ঘটনায় কভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে এএসআই হামিদ জানান।