রাতে বাল্কহেড চালানোর দায়ে জরিমানা
প্রকাশিতঃ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাতে পণ্যবাহী যান চলাচলের দায়ে ৫টি বাল্কহেডের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) স্থানীয় নৌ পুলিশ ফাঁড়িতে পরিচালিত আদালতে সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক এ আদেশ দেন।
জরিমানাপ্রাপ্ত পাঁচ বাল্কহেড হচ্ছে- এমভি ঐশী, এমভি মাটি, এমভি আলিফ, এমভি আব্দুল আলী এবং এমভি সেলিম লাইন।
নৌ ফাঁড়ির ইনচার্জ তাহের খান এই প্রতিবেদককে জানান, সরকারি আইন ভঙ্গ করে রাতে নদীতে বাল্কহেড চালানোর দায়ে এই পাঁচটি নৌযানকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক বাল্কহেড এমভি ঐশী ও এমভি মাটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আর একই অপরাধের দায়ে এমভি আলিফ, এমভি আব্দুল আলী ও এমভি সেলিম লাইনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করে ভবিষ্যতে আইন মেনে চলাচল করতে তাদের সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালত।