বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তানি মাহিরার সঙ্গে জমিয়ে প্রেম শাহরুখের!

প্রকাশিতঃ ১৩ জানুয়ারি, ২০১৭  

অনলাইন ডেস্ক:
শাহরুখের নতুন ছবি ‘রইস’ নিয়ে ধীরে ধীরে উষ্ণতা চড়ছে। ইতোমধ্যেই ছবি নিয়ে প্রমোশন শুরু করেছেন শাহরুখ খান ও রেড চিলিস টিম। এর অংশ হিসেবে শাহরুখ পৌঁছেছেন সালমানের বিগবসের ঘরেও!
রইস ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে রইসের জালিমা গানে শাহরুখ ও মাহিরার উষ্ণ প্রেমের চিত্র। জালিমা গানটিকে হিট বলা চলে।
সম্প্রতি মুক্তি পেয়েছে রইস ছবির আরেকটি গান উড়ি উড়ি জায়ে। এই গানেও ধরা পড়ল শাহরুখ ও মাহিরার প্রেমের রসায়ন।
একেই বলে শাহরুখ চমক, যিনি এক ঝলকেই কেড়ে নিতে পারেন গোটা দুনিয়ার নজর। না, এবার ডক্টর জাহাঙ্গীর হয়ে বাচ্চা মেয়ের প্রেম সমস্যার সমাধান নয়, বরং ডন! তবে এই বাদশাকে এতদিন দেখে আসা ফারহান আখতারের ডন ভাবলে বোকামি করা হবে। বরং এবার বাদশা একেবারে রইস!
নতুন বছরেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন এই ছবি। আর ইতোমধ্যেই এই ছবি নিয়ে উত্তেজনা শুরু হয়ে গেছে। এর আগে টুকটাক রইস ছবির টিজার প্রকাশ পেয়েছে, সেই টিজারে অল্প হলেও শাহরুখ ম্যাজিক দেখা গিয়েছিল। তবে এবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর ট্রেলার মুক্তি পেতেই শোরগোল!