বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আগে ভালো মানুষ,তারপর রাজনীতি-ক্যা.এ বি তাজুল ইসলাম

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৭  

জেলা প্রতিনিধিঃবুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ছাত্রসমাবেশে প্রধান অতিথির ভাষনে বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যা.এ বি তাজুল ইসলাম (অব.) বলেন,-”আগে নিজেদের (ছাত্রদের) ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।দেশ তথা সমাজ হতে সন্ত্রাস,দূর্ণীতি,অসাম্প্রাদায়িক আর শোষনমুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য নিজেদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।তারপর,ছাত্ররাজনীতি করতে হবে।”
বুধবার সকাল ১০টায় সরকারি কলেজ প্রাঙ্গনে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল ছাত্রসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম,সা.সম্পাদক নুরুল ইসলাম,মহিলা আ.লীগের সভাপতি মিসেস হাসু ইসলাম,মাহমুদুল হাসান ভূইয়া হাসান,ছাত্রলীগের সা.সম্পাদক সেলিম মিয়া,ছাত্রনেতা আল আমীন মেম্বার,যুবলীগ সভাপতি সাইদুর ইসলাম ভূইয়া বকুল,তোফাজ্জল হোসেন,মাসুম মিয়া প্রমূখ।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের এক বর্ণাঢ্য র‌্যালী বাঞ্ছ্রাামপুর সদর উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে ঢোল-বাদ্যি সহ পদক্ষিন করে।