লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ আটক
প্রকাশিতঃ ০২ জানুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
রবিবার রাত ২টার দিকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস ভবনে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ ইকবাল জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যেই অস্ত্র ও আসামিকে আদালতে পাঠানো হবে।