পরকীয়ার’ জেরে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর আমিনুল ইসলাম (৫৮) নামের এক কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আইলহাস গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম হোসেন।
নিহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওসি মোহাম্মদ আকরাম হোসেন জানান, আইলহাস গ্রামের একটি ভূট্টাক্ষেতে আমিনুল ইসলামের লাশ দেখে সোমবার বেলা ১১টার দিকে এলাকাবাসী আলমডাঙ্গা থানায় সংবাদ দেয়। একই গ্রামের প্রভারাণী নামের এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক ছিলো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের কারণেই তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। লাশটি পঁচে যাওয়ায় কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না বলেও তিনি জানান।
নিহতের মেয়ে ফাতেমা খাতুন জানান, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় অজ্ঞাত কেউ তার পিতাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর আর তিনি ফিরে আসেননি। এ বিষয়ে ফাতেমা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।