মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চান্দিনায় ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিতঃ ০৫ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার .চান্দিনা উপজেলায় সড়কে ডাকাতির সময় এলাকাবাসীর পিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীচরা গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
হলেন, সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।
এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নোমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে রানীচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় ডাকাতির সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। একপর্যায়ে ওই তিনজনকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সোলেমানকে মৃত ঘোষণা করেন।চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ সোনারবাংলা৭১কমকে জানান, নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।