‘অপহৃত’১৩ দিন পর ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার
প্রকাশিতঃ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ
এক্সিম ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট এ আর এম আখতারুজ্জামান কচি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মির্জাপুর নাসির গ্লাস কারখানার পাশে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়।
আখতারুজ্জামানের পরিবারের দাবি, গত ২১ জানুয়ারি রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় নন্দিতা প্রিন্টিং প্রেস থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই ঘটনায় ওইদিনই তার বাবা আফছার উদ্দিন আহমেদ নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আখতারুজ্জামানের ছোট ভাই এ আর এম হাসানুজ্জামান বলেন, একটি মাইক্রোবাস থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
“স্থানীয়দের মাধ্যমে ফোনে জানার পর পরিবারের লোকজন রাতেই তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বাসায় নিয়ে যাওয়া হয়।”
বুধবার বিকালে তাকে রাজশাহীতে পাঠানো হবে বলে জানান হাসানুজ্জামান।
আখতারুজ্জামানের বরাত দিয়ে হাসানুজ্জামান আরও বলেন, ‘অপহরনের’ পর মাইক্রোবাসের মধ্যে তার চোখ ও হাত বেঁধে দেওয়া হয়। ওই অবস্থায় ১৩ দিন ধরে একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছিল।
গত বছরের জুলাই মাসে এক্সিম ব্যাংক থেকে আখতারুজ্জামান কচিকে সাময়িক বরখাস্ত করা হয়।
১২ জুলাই তিনি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের চার কর্মকর্তাসহ নয় জনের বিরুদ্ধ রাজশাহীর একটি আদালতে মামলা করেন।
পরিবারের সদস্যদেরস অভিযোগ, মামলা করার পর ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ থেকে কয়েকবার ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল।