বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশিতঃ ২৫ নভেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের খাজুরা নদীপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ঝিনাইদহ সদর থানায় মামলটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাতে রাব্বি নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।ঝিনাইদহ এনজিও শোভার মানবাধিকার কর্মী পাপিয়া সুলতানা ধর্ষিতা শিশুর উদ্বৃতি দিয়ে সংবাদ প্রতিদিনকে জানান, মঙ্গলবার সন্ধ্যা রাতে মেয়েটি পাশের বাড়িতে এক হুজুরের কাছে পানি পাড়া আনতে যাচ্ছিলো। এ সময় খাজুরা গ্রামের বখাটে যুবক শুকর আলীর ছেলে দোলন, মধু মিয়ার ছেলে রাব্বি ও আমিনুল ইসলামের ছেলে মাসুম তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ করার পর তিন লম্পট হতদরিদ্র পরিবারটিকে হাসপাতালে ভর্তি, থানায় মামলা এমনটি লোক জানাজানি না করতে হুমকী দেয়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পরিবারটি।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: স্বপন কুমার জানান, বুধবার মধ্যরাতে মেয়েটিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। তার ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ধর্ষিতার বড় ভাই বাদি হয়ে থানায় মামলা করেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।