কিশোরগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা!
প্রকাশিতঃ ২৪ নভেম্বর, ২০১৬
সাথী আক্তারঃ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন কলেজছাত্রী সুস্মিতা চক্রবর্তী স্বর্ণা (২২) । আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের যশোদল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের নগুয়া এলাকার স্বপন চক্রবর্তীর মেয়ে এবং গুরুদয়াল সরকারি কলেজের গণিত চতুর্থবর্ষের ছাত্রী ছিলেন।
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। এতে তার হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোদল এলাকার এক কৃষক জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি যশোদল গ্রামের কাছে পৌঁছামাত্রই মেয়েটি লাইনের পাশে দাঁড়ায়। তখন আশপাশে কোনো লোকজন ছিল না। তিনিও অনেক দূর থেকে ঘটনাটি দেখছিলেন। এবং চিৎকার করছিলেন। ট্রেনের চালক বেশ কয়েকবার হর্ন বাজিয়েছিল কিন্তু মেয়েটি এসব না শুনে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ট্রেনের নিচে।
পারিবারিক সূত্র জানায়, তারা সুস্মিতার বিয়ে ঠিক করেছিল। আগামীকাল শুক্রবার তাকে দেখতে আসার কথা ছিল বরপক্ষের। তবে একটি সূত্র জানায়, এ বিয়েতে মত ছিল না সুস্মিতার। গতকাল বিকেলে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন সুস্মিতা।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান। লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।