তরুণীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দিল আ. লীগ নেতার ছেলে
প্রকাশিতঃ ১৪ নভেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে এক তরুণীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ছেলে পলাতক রয়েছে।
তরুণীর মা তাসলিমা বেগম বলেন, আমার মেয়ের খারাপ ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এখন এই মেয়ে আমি কোথায় বিয়ে দেবো! আমি সমাজে মুখ দেখাতে পারি না। আমি এর বিচার চাই।
তরুণীর ভাই মেহেদী বলেন, তারা আমাদের মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। আমার বাবা নেই। আমরা গরীব মানুষ। আমরা এর বিচার চাই।
তবে অভিযুক্ত শুভর বাবা রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল বেপারী বলেন, এগুলো বিএনপি জামায়াতের ষড়যন্ত্র। আমার ছেলে এইসবে জড়িত নেই।
কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। মামলার কপি আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।