বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাধ্যমিক পরীক্ষা-২০১৬ সরাইলে দায়িত্বে অবহেলার দায়ে ২ শিক্ষককে অব্যাহতি

প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০১৬  

মাধ্যমিক পরীক্ষায় সরাইলের ৪ নং কেন্দ্রের সদর উচ্চ বিদ্যালয়ের ভ্যেনুতে কর্তব্যকাজে অবহেলার দায়ে আবদুস সামাদ ও মোঃ আশরাফ উদ্দিন নামের দুই সহকারি শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ দুজন শিক্ষক পরবর্তী পরীক্ষা গুলোতে আর দায়িত্ব পালনের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,আজ সোমবার ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে ওএমআর শীট ও মূল্যায়ন পত্র বিতরনে বিলম্ব করেন দায়িত্বে নিয়োজিত দুই শিক্ষক। এরা হলেন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুস সামাদ ও কালিকচ্ছের এম এ বাশার আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন। এ বছরের অবশিষ্ট্য মাধ্যমিক পরীক্ষা গুলোতে ওই দুইজন শিক্ষক কোন ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না। ওই ভ্যেনুতে ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, শিক্ষককে অব্যাহতি দেয়ার বিষয়টি শুনেছি। এত ভাল ভাবে আমি জানি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান দুই শিক্ষককে অব্যাহতি দেয়ার কথা স্বীকার করে বলেন, তারা দায়িত্বে অবহেলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ঘটনার সত্যতা স্বীকার বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষার্থীদের কাছে বিলম্বে দেয়ার কারনে দুই শিক্ষককে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।