পিরোজপুরে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি
প্রকাশিতঃ ৩১ জানুয়ারি, ২০১৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফাতিমা আক্তার ইতি (১০) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করার দায়ে দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।