বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হরিণের মাংসসহ আটক ১

প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃবরগুনার পাথরঘাটা থেকে প্রায় এক মণ হরিণের মাংসসহ ফোরকান নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) ভোররাতে উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া ফোরকান উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের আবদুর জব্বার খানের ছেলে।
পুলিশ জানায়, নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া থেকে দুটি প্লাস্টিকের ড্রামে করে হরিণের মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে ওঁৎ পেতে থাকে পুলিশ। এক পর্যায় ভোররাতে ২ বস্তাভর্তি প্রায় এক মণ ওজনের হরিণের মাংসসহ হাতেনাতে ফোরকান নামে এক হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক সোনারবাংলা ৭১. কমকে বলেন, আটক ফোরকানের বিরুদ্ধে বন আইন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।