নারায়ণগঞ্জের ১০টি গরু চুরি
প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষকদের গোয়ালঘর থেকে ১০টি গরু চুরি করে নিয়ে গেছে একদল চোর।
শুক্রবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার দিঘুলিয়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, দিঘুলিয়াসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষই কৃষি কাজ ও গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। রাত ৩টার দিকে একদল চোর দিঘুলিয়া এলাকার নুরুল ইসলামের গোয়ালঘরের তালা কেটে চারটি ও সোনা মিয়ার গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধার ও চোর ধরার চেষ্টা চলছে।