মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী কাল চট্টগ্রাম যাচ্ছেন

প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ সেনাবাহিনী ও ব্যবসায়ীদের আলাদা দুটি অনুষ্ঠান ও কয়েকটি উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করতে আগামীকাল শনিবার বন্দর নগরী চট্টগামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সাকালে প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়।
প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম যাবেন। পরে চট্টগ্রাম সেনানিবাসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বেলা দুইটায় চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বেলা ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধু অ্যাডিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্ধোধন করবেন।সেই সঙ্গে লালখান বাজার থেকে শাহ্ আমানত আন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।সাড়ে তিনটার পর চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।