মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনসুর (৩৫) নামে এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৭ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় মাহফুজ ও রাসেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
অন্য আহতরা হলেন, আজাহার, মিজান, আবদুল খান বাদল, গাড়ি চালক সোহেল ও আনসার আলী। তাদের উদ্ধার করে স্থানীয় আল-রাফিও মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র‌্যাব-১১ এর উপ পরিদর্শক (এসআই) মিজান এসব তথ্য সোনারবাংলা ৭১. কমকেজানিয়েছেন।