বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে অস্ত্রসহ উপজাতীয় সন্ত্রাসী আটক

প্রকাশিতঃ ১৩ অক্টোবর, ২০১৬  

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দলদলি এলাকা থেকে অভিযান চালিয়ে একটি এলজি, দুই রাউন্ডগুলিসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতরা হচ্ছে- খাগড়াছড়ি সদর উপজেলার গাছবন প্রকল্প এলাকার ববেন্দ্র চাকমার ছেলে সনাতন চাকমা ওরফে অর্জুন চাকমা( ৪৫) এবং মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকার জ্যোতিরময় চাকমার ছেলে এলিন চাকমা(২০)।
স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার সাপমারা এলাকার দলদলি পাড়া ঘেরাও করে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তল্লাশী করে চটের ব্যাগে মোড়ানো একটি এলজি ও দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
alin-chakma-404x215মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এলিন চাকমার বিরুদ্ধে স্থানীয় থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। এদিকে আটককৃতদের থানায় হস্থান্তর প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানা গেছে।