প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১
প্রকাশিতঃ ০৫ অক্টোবর, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের কালকিনি উপজেলার চড়দৌলত খান এলাকায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বারেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, উপজেলার চড়দৌল খান এলাকার দক্ষিণ চড়দৌলত খান গ্রামের বারেক হাওলাদার চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে একই গ্রামের এক বুদ্ধি প্রতিবদ্ধী শিশুকে ধর্ষণ করে। মঙ্গলবার বিকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে সে এ ঘটনা ঘটনায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এ সময় ধর্ষক বারেক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বারেককে গ্রেপ্তার করা হয়েছে।